শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

বরিশালে ভোক্তার অভিযান

বরিশাল ব্যুরো  

বরিশালে ভোক্তার অভিযান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে বরিশালে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) নগরীর চকবাজার সংলগ্ন বিউটি রোর্ডের মুখে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারির পণ্য তৈরি করার অপরাধে ফকির চান বেকারিকে ৮ হাজার ও বগুড়া রোর্ড এলাকার একটি কসমেটিকসের দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও পণ্যের গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে বিক্রি করার অপরাধে ৫ হাজারসহ দুই প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকার জরিমানা করা হয়।

এছাড়াও এসিআই কোম্পানির স্যানিটারি ন্যাপকিন কোম্পানির মূল্যে চেয়ে কম দামে ব্যবসায়ীদের কাছে বিক্রি অভিযোগ পাওয়ায় কারণে নকল না আসল বিষয়টি যাছাই বাছাইয়ের জন্য বিক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এসিআই কোম্পানির প্রতিনিধিদের ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যলয়ে যাওয়ার নির্দেশ প্রদান করা হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যলয়ের সহকারী পরিচালক অভিযান শেষে বলেন, নিয়মিত অভিযানে অংশ হিসেবে আমাদের অভিযান অব্যহত থাকবে। তিনি আরও বলেন কোন ভোক্তার সঙ্গে কোন প্রতিষ্ঠান প্রতারণা করেছে এখন কোন অভিযোগ পেলে আমরা সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ