রবিবার, ০৪ মে, ২০২৫
ঢাকা রবিবার, ০৪ মে, ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২
The Daily Post

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

বরিশাল ব্যুরো  

বরিশালে হেফাজত ইসলামের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআনবিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধসহ পাঁচ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৫ এপ্রিল) জুম্মার নামাজ শেষে বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে বরিশাল জেলা ও মহানগর হেফাজতে ইসলামের আয়োজনে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে নামাজ পর খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন হলের সামনে জড়ো হয় নেতাকর্মীরা।

পরে সংক্ষিপ্ত আকারে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বক্তারা বলেন, নারী কমিশনের ৩১৮ পৃষ্ঠার সুপারিশে ১০টি বিষয় কুরআনের সঙ্গে সাংঘর্ষিক। তাই এজন্য ক্ষমা চাওয়াসহ নতুন কমিশন গঠনের দাবি তোলেন তারা।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়বে আমির ও বরিশাল জেলার সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুল হালিমের সভাপত্বিতে সমাবেশে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় কমিটির নায়বে আমির ও মহানগরের সভাপতি শেখ সানাউল্লাহ মাহমুদী, মহানগরের সহ-সভপাতি গোলাম মোস্তফা, জেলার সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন প্রমুখ। অন্যদিকে একই দাবিতে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে বরিশাল-ঢাকা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন হেফাজত ইসলাম বাংলাদেশের নেতারা।

টিএইচ