নেত্রকোনার বারহাট্টায় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বোরো ধানের (উফশী জাত) সমলয় চাষাবাদের ব্লক প্রদর্শনীতে কম্বাইন হার্ভেস্টারের মাধ্যমে ধান কর্তন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) উপজেলার সাহতা ইউনিয়নের সাহতা ব্লকে কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে ধান কর্তনে উপস্থিত ছিলেন, কৃষি সমপ্রসারণ অধিদপ্তর নেত্রকোনা জেলার জেলা প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাত্র।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. আব্দুল আওয়াল, বারহাট্টা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. রাশেদুজ্জামান আজাদ, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা টুম্পা দত্ত, উপ সহকারী কৃষি কর্মকর্তা অঞ্জন দাসসহ সুফলভোগী কৃষকরা।
টিএইচ