শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

বিজয়পুর সীমান্ত ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি  

বিজয়পুর সীমান্ত ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে আবারো ২১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এদের মধ্যে ১৯ জন তৃতীয় লিঙ্গের ও দুজন রয়েছে পুরুষ।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভোর ৫টার দিকে দুর্গাপুরের বিজয়পুর সীমান্ত দিয়ে তাদের ঠেলে পাঠানো হয়। পরে সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ১১৪৮/৪ এস পিলার থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আড়াপাড়া নামক এলাকা দিয়ে বাংলাদেশি ২১ জনকে পুশইন করা হলে তাদের আটক করে বিজিবি। এদের বাড়ি চট্টগ্রাম, ঢাকার নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জ খিলগাঁও, আশুলিয়া, পটুয়াখালী, মৌলভীবাজার, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায়।

পুশইন হওয়া নারায়ণগঞ্জের বাসিন্দা তৃতীয় লিঙ্গের সানজানা নামের একজন জানান, ১০ বছর আগে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছিল সে। এর পর গত কয়েকদিন আগে তাকেসহ আরও অনেককে আটক করা হয়। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে বাংলাদেশে পুশইন করা হয়।

নেত্রকোনা ৩১ বিজিবির বিজয়পুর বিওপির কোম্পানি কমান্ডার শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে জানান, আটকরা বিভিন্ন সময়ে যেমন কেউ ১ বছর, ২ বছর কিংবা কেউ কেউ ১০ বছর আগে দিল্লিতে কাজের জন্য যায়। তাদের দিল্লির বিভিন্ন এলাকা থেকে আটক করে পরে বৃহস্পতিবার (১০ জুলাই) ভোরে বিএসএফ বিজয়পুর সীমান্ত দিয়ে ঠেলে দেয় বাংলাদেশের অভ্যন্তরে। আটককৃতদের দুর্গাপুর থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

টিএইচ