শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

বেলকুচিতে নবাগত ইউএনওর মতবিনিময়

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

বেলকুচিতে নবাগত ইউএনওর মতবিনিময়

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহানের সঙ্গে মঙ্গলবার (১৫ জুলাই) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বেলকুচিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তার আয়োজনে ইউএনওর অফিস কক্ষে মতবিনিময়কালে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান বলেন, সাংবাদিকরা হলো সমাজের দর্পণ, আমরা ও সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের ও সাংবাদিকের লক্ষ্য একই। সাংবাদিকদের কাজ অনিয়ম ও দুর্নীতি তুলে ধরা।

ইউএনওর কাজ হলো- একটা উপজেলাকে সুন্দর ভাবে গড়ে তোলা। তিনি স্থানীয় সাংবাদিকদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করে বলেন, বেলকুচিতে অনিয়ম দুনীতিসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দ্রুত ও সর্বোচ্চ সেবা দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, নবাগত ইউএনও আফরিন জাহান, বেলকুচি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সহসভাপতি নারায়ন মালাকার, দপ্তর সম্পাদক আবু মুছা, প্রচার সম্পাদক পারভেজ আলী, কোষাধ্যাক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক উজ্জল অধিকারী, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, সদস্য টুটুল শেখ, আল-আমিন প্রমুখ।

টিএইচ