শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

বেলাই বিলে মৌসুমি মাছের হাটে প্রাণচাঞ্চল্য, জেলেদের মুখে হাসি

পূর্বাচল (গাজীপুর) প্রতিনিধি

বেলাই বিলে মৌসুমি মাছের হাটে প্রাণচাঞ্চল্য, জেলেদের মুখে হাসি

গাজীপুর মহানগরের পূবাইল বাজার এলাকায় বর্ষা মৌসুমের আগমনের সঙ্গে সঙ্গেই জমে ওঠে বেলাই বিলের অস্থায়ী মাছের বাজার। প্রতিদিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মাত্র তিন ঘণ্টার জন্য বসা এই মৌসুমি হাটে দেশি মাছের বিপুল সরবরাহ এবং ক্রেতার উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিশেষ করে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে হাটে থাকে উপচে পড়া ভিড়। স্থানীয় জেলেরা সরাসরি বিল থেকে মাছ ধরে হাটে নিয়ে আসেন, ফলে বাজারে পাওয়া যাচ্ছে একেবারে তাজা ও জীবন্ত মাছ।

বাজারজুড়ে রয়েছে রুই, কই, শিং, পুঁটি, টেংরা, শৈলসহ বিভিন্ন জাতের দেশি মাছের সমাহার। মৌসুমি এই বাজার এখন শুধু মাছ বিক্রির জায়গা নয়, বরং স্থানীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

বাজার ঘুরে দেখা গেছে, মাছের দাম নির্ধারিত হচ্ছে প্রতিদিনের জালের আয়তন অনুযায়ী। জালে বেশি মাছ ধরা পড়লে দাম কিছুটা কম থাকে, আর কম মাছ উঠলে দাম বেড়ে যায়। বিশেষ করে ছুটির দিনগুলোতে চাহিদা ও দাম উভয়ই বেশি থাকে।

ঢাকার উত্তরা থেকে আসা ক্রেতা মাজহারুল ইসলাম বলেন, বেলাই বিলে যে মানের দেশি মাছ পাওয়া যায়, তা অন্য কোথাও মেলে না। প্রতিবছর বর্ষায় এখানে অন্তত কয়েকবার আসি।

অন্যদিকে, স্থানীয় জেলে রহিম মিয়া জানান, বর্ষায় এই বিলের মাছ ধরেই আমাদের জীবিকা চলে। মাছ তাজা থাকায় বিক্রি ভালো হয়। তবে আগের মতো পোনা ছাড়া হচ্ছে না, এতে ভবিষ্যতে মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় জেলেদের অভিযোগ, প্রতিবছর সরকারের পক্ষ থেকে বিলগুলোতে মাছের পোনা ছাড়া হলেও চলতি মৌসুমে এখনো সে ধরনের কার্যক্রম চোখে পড়েনি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের মৌসুমি বাজার শুধু কৃষিভিত্তিক অর্থনীতিকে উৎসাহিত করে না, বরং স্থানীয় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেও সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

পর্যবেক্ষণে দেখা গেছে, বেলাই বিলের এই অস্থায়ী হাটে প্রতিদিন অংশ নিচ্ছেন অর্ধশতাধিক জেলে ও বিক্রেতা, যাদের আয়ের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে বর্ষাকালের এই মাছের মৌসুমি ব্যবসা।

টিএইচ