চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভায় ২০২৫-২৬ অর্থবছরের জন্য ২৮ কোটি, ৮ লাখ ২৪ হাজার ৯২২ টাকার বাজেট ঘোষণা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা।
সোমবার (৩০ জুন) পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমার সভাপতিত্বে পৌর সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ার, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা শিক্ষা কর্মকর্তা হারুনুর রশীদসহ পৌর সহায়ক কমিটির সদস্যরা।
এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সভাপতি ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. সেলিম চৌধুরী, কাজী আয়েশা ফারজানা, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী এবং সাংবাদিক শাহ আলম বাবলুসহ স্থানীয় সাংবাদিক ও পেশাজীবী নেতারা।
পৌরসভার প্রশাসনিক পর্যায়ে উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর, উপসহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান ও হিসাবরক্ষক মজিবুর রহমানসহ পৌরসভার অন্য কর্মকর্তা-কর্মচারীরা।
বাজেট ঘোষণার মধ্য দিয়ে বোয়ালখালী পৌরসভা এলাকাবাসীর উন্নয়ন ও কল্যাণে সেবার নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয় ব্যক্ত করে স্বচ্ছ প্রশাসন গঠনের প্রত্যাশাও প্রকাশ করে।
টিএইচ