শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

ভরা মৌসুমেও ইলিশের সংকট, খালি হাতে ফিরছেন পাথরঘাটার জেলেরা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

ভরা মৌসুমেও ইলিশের সংকট, খালি হাতে ফিরছেন পাথরঘাটার জেলেরা

ইলিশের ভরা মৌসুমে ৫৮ দিনের সরকারি নিষেধাজ্ঞা শেষে গভীর সমুদ্রে ছুটে গিয়েছিলেন পাথরঘাটার হাজারো জেলে। বিপুল আশা নিয়ে সমুদ্রযাত্রা করলেও বাস্তবতা ছিল করুণ। জেলেরা জানাচ্ছেন, সাগরে মাছ থাকলেও লাগাতার নিম্নচাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তারা মাছ শিকার করতে পারেন নি। ফলে খালি হাতে ফিরে এসেছেন বেশিরভাগ জেলে।

গত বছরের মতো এবারও ভরা মৌসুমে সাগর উত্তাল থাকায় মাছ ধরা ছিল চরম অনিশ্চয়তার মধ্যে। নিষেধাজ্ঞার আগে ও পরে উভয় সময়েই কাঙ্খিত পরিমাণ ইলিশ ধরা পড়েনি। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন শুধু জেলেরা নন, বিপাকে পড়েছেন ট্রলার মালিকরাও। লোকসানের বোঝা কাঁধে নিয়ে তারা এখন দিশেহারা।

পাথরঘাটা উপজেলার অধিকাংশ পরিবারই মাছ ধরার উপর নির্ভরশীল। ফলে মাছ না পাওয়ায় জেলে পল্লীগুলোর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক পরিবারেই দু’বেলা খাবার জোগাড় করাই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

এদিকে দেশের অন্যতম বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি পাথরঘাটায় ইলিশের ঘাটতি দৃশ্যমান। ঘাটে মাছ নামার পরিমাণ প্রায় শূন্যের কোঠায় পৌঁছেছে। যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও ইলিশ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে।

বর্তমানে বাজারে ইলিশের অবিশ্বাস্য মূল্য লক্ষ্য করা যাচ্ছে দেড় কেজি ওজনের ইলিশ মণপ্রতি ১ লাখ ৪০ হাজার টাকা। ১ কেজি ওজনের ইলিশ মণপ্রতি ১ লাখ টাকা। ৫০০ গ্রাম ওজনের ইলিশ মণপ্রতি ৫৫ হাজার টাকা। জাটকা ইলিশ (ছোট ইলিশ) মনপ্রতি ২০-২৫ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় জেলে এমাদুল মাঝি বলেন, নিষেধাজ্ঞা শেষ হতেই আমরা সাগরে গিয়েছিলাম। কিন্তু সাগরে প্রবল ঝড় ও ঢেউয়ের মধ্যে জাল ফেলতেই জাল ছিঁড়ে যায়। পরে উপকূলে খালি হাতে ফিরতে হয়েছে।

বিএফডিসি ঘাটের মৎস্য ব্যবসায়ী হানিফ জানান, প্রতিদিন বহু ট্রলার ঘাটে আসছে, কিন্তু ট্রলারগুলো প্রায় ফাঁকা। তাই বাজারে মাছের সরবরাহ কমে গিয়ে দাম দ্বিগুণ হয়ে গেছে।
পাথরঘাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক জানান, নিষেধাজ্ঞার পর থেকেই আবহাওয়া প্রতিকূল হওয়ায় জেলেরা সাগরে গিয়ে ইলিশ ধরতে পারেননি। তবে সাগরে প্রচুর ইলিশ রয়েছে। আবহাওয়া ভালো হলে পরিস্থিতির উন্নতি হবে বলে আমরা আশা করছি।

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত জনগণের জন্য এ পরিস্থিতি হয়ে উঠেছে অসহনীয়। বাজারে দাম আকাশচুম্বী হলেও এর সুফল পাচ্ছেন না জেলেরা। সংকট নিরসনে এখন প্রয়োজন কার্যকর উদ্যোগ এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা।

টিএইচ