কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) পৌরসভার হলরুমে ১১২ কোটি ১৪ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকার বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও ইউএনও শবনম শারমিন।
বাজেটে রাজস্ব বাজেট প্রাপ্তি ধরা হয় ৩৬ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ২১২ টাকা, উন্নয়ন বাজেট প্রাপ্তি ধরা হয় ৭৫ কোটি ৫৩ লাখ ৫ হাজার ৩১৭ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয় ২৫ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ২১০ টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয় ৭৫ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা, উদ্ধৃতি ধরা হয় ১১ কোটি ৩ লাখ ৬৮ হাজার ৩১৯ টাকা।
তার মধ্য পৌর কর আদায় ধরা হয় ৬ কোটি ১৫ লাখ ৩৩ হাজার ৪৫০ টাকা ও স্থাবর সম্পত্তি হস্তান্তর কর আদায় ধরা হয় ৭ কোটি টাকা। অন্য আয় ধরা হয় পেশা ও ব্যবসা বাণিজ্য কর, পৌর মার্কেট ভাড়া, বিভিন্ন ইজারা, পৌর পার্ক, ভূমি অধিগ্রহণ ক্ষতিপূরণ পাওয়া ইত্যাদি।
ব্যয় ধরা হয় ভূমি অধিগ্রহণ (ডাম্পিং স্টেশন) ৬ কোটি টাকা, সাধারণ সংস্থাপন (১১টি উপখাত) ৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার, অবকাঠামো নির্মাণ ৭৪ কোটি ২ লাখ ২০ হাজার, পানির লাইন ১ কোটি, পরিচ্ছন্নতা কর্মী মজুরি ১ কোটি ২০ লাখ টাকা।
এছাড়াও বিজ্ঞাপন, পৌর সম্পত্তি খাজনা, হাট সরকারি কোষাগারে জমা, ছাপা খরচ, সামাজিক ধর্মীয় ও হতদরিদ্র বিয়ে ও খেলাধুলা অনুদান, স্যানিটেশন, মশক নিধন, বিনামূল্যে চক্ষু চিকিৎসা, শিক্ষা, জনসচেতনতামূলক কাজে একাধিক ব্যয় ধরা হয়েছে বাজেটে।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভৈরব পৌরসভার সচিব ফারুক আহমেদ, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, ভৈরব থানার পরিদর্শক তালেব হোসেন ও নাইম মোল্লা প্রমুখ। এসম সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
টিএইচ