বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
The Daily Post

ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালকের মৃত্যু

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালকের মৃত্যু

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ট্রাকচালক সজিব মিয়ার (২২) মৃত্যু হয়েছে। সে পটুয়াখালী জেলার বাউফল থানার কাজলা গ্রামের শাহাবুদ্দিনের পুত্র।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন ভৈরব থানার ওসি খন্দকার মো. ফুয়াদ রোহানী।

জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাতে নিহত সজীব মিয়া ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভৈরব প্রান্তে পৌঁছলে প্রকৃতির ডাকে সাড়া দিলে ট্রাক থেকে নিচে নামলে ৩/৪ জন ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ সময় তার ডাক চিৎকারে অন্য চালকরা তাকে আহত অবস্থায় স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২১ মে) ভোরে সে মারা যায়। এ বিষয়ে নিহতের পরিবার ঘটনার সত্যতা স্বীকার করে ঘাতকদের ফাঁসির দাবি জানান।

এ বিষয়ে ভৈরব থানার ওসি খন্দকার মো. ফুয়াদ রোহানী জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন এবং ঘাতকদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

টিএইচ