রবিবার, ১৯ মে, ২০২৪
ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

মঠবাড়িয়ায় খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

মঠবাড়িয়ায় খাল দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা ব্যাপী দীর্ঘদিন ধরে চলছে খাল দখলের মহোৎসব। এতে খাল সংকুচিত হবার পাশাপশি নব্যতা সংকট দেখা দিয়েছে। ভবিষ্যতে এ খালগুলো খননে ব্যয় হবে রাষ্ট্রীয় অর্থ।

সরেজমিনে দেখা গেছে, মঠবাড়িয়া প্রথম শ্রেণির পৌরসভার বহেরাতলা এলাকায়, দক্ষিণ বন্দর স্লুইচগেট-পিয়াজহাটা, হাসপাতাল সম্মুখ খালে ১ কিলোমিটার, দক্ষিণ বন্দর স্লুইচগেট-আন্দারমানিক দেড় কিলোমিটার, মঠবাড়িয়া-গুলিশাখালী, মঠবাড়িয়া-সাপলেজা সড়কের খালেরপাড় এলাকা প্রভাবশালীরা দখল করে কয়েক সহস্রাধিক পাকা স্থাপনা নির্মাণ করেছেন। 

এদিকে উপজেলার সাপলেজা বাজারের পশ্চিম অংশে আলিশ্যার মোড় এলাকায় খাল দখল করে শতাধিক পাকা স্থাপনা নির্মাণ করেছে। একই দৃশ্য দেখা গেছে সাপলেজা ইউনিয়নের বাবুরহাট বাজারে, মিরুখালী, বড় মাছুয়া, তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে, গুদিঘাটা বাজারে, হলতা গুলিশাখালী, আলগী পাতাকাটা বাজারসহ উপজেলা বিভিন্ন এলাকায় খালের দু‘পাশ দখল করে প্রভাবশালীরা কাঁচা-পাকা স্থাপনা নির্মাণ করেছেন। মাঝেমধ্যে সচেতন মহল স্থানীয় প্রশাসনকে বিষয়গুলো অবহিত করলের কার্যকরী কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি। 

স্থানীয়রা জানান, প্রভাবশালীরা খালের পাড় দখল করে ব্যাবসা প্রতিষ্ঠান ও পাকা স্থাপনা নির্মাণ করেছেন এবং অব্যাহত রাখছে। অপরদিকে খালের দুই তীর সংশ্লিষ্ট জনবসতির ময়লা-আবর্জনা, বর্জ্যসহ অসংখ্য বাসাবাড়ির শৌচাগারের পাইপ সংযোগ থাকায় খালের পানি মারাত্মকভাবে দুষিত হচ্ছে। প্রভাবশালীরা যেন দখলের প্রতিযোগিতায় মেতে উঠেছে।

পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার প্রার্থী আলী হায়দার বলেন, বহেরাতলা তিন খালের মোহনা ভূমিদস্যুরা যে ভাবে খাল ভরাট দিয়ে দখল করে পাকা স্থাপনা নির্মাণ করছে এতে মনে হচ্ছে এদের বাপ দাদার সম্পত্তি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে এখানে খাল নিশ্চিহ্ন হয়ে যাবে।

পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা ইসমাইল হোসেন আক্ষেপ করে বলেন, সরকারি খাল দখলকারীদের বিরুদ্ধে রহস্যজনক কারণে কোন ব্যবস্থা নেয়া হয় না। প্রশাসনের নজরদারী না থাকায় এই খাল চারটি বর্তমানে অস্তিত্ব সংকটে পড়ছে।

পৌর প্রশাসক মো. আরিফ উল-হক ক্ষোভের সাথে বলেন, সম্প্রতি পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৬ টি দোকান পুরে ছাই হয়ে যায়। অবৈধ দখলদারদের কারণে পানি সরবরাহ করতে ফায়ার সার্ভিস কর্মী ও সাধারণ মানুষের কষ্ট হয়েছে। তিনি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে খালের পানি প্রবাহের স্বাভাবিক গতি ফেরাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

পিরোজপুর জেলা পরিষদ সদস্য (মঠবাড়িয়া) অধ্যক্ষ মো. আজীম উল হক বলেন, বিষয়টি সম্পর্কে আমার ততটা ধারণা ছিলো না। সামনের জেলা পরিষদ সভায় বিষয়টি উত্থাপন করা হবে এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নেয়া হবে।

টিএইচ