পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগ-ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা মনপুরা ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, ৫ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ দালাল এবং উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রুবেল।
মনপুরা থানার ওসি আহসান কবির জানান, ২০২৪ সালের ৫ মার্চ ইউপি নির্বাচনে পুলিশের ওপর হামলার ঘটনায় ৩০০-৪০০ জনকে আসামি করে দায়ের হওয়া মামলায় চার্জশিটভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
টিএইচ