মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নে জমি বিরোধ নিয়ে সংঘর্ষে আটজন আহত হয়েছে।রোববার (১৩ জুলাই) হোয়ানক ইউনিয়নের বড়ছড়ায় এ ঘটনা সংঘটিত হয়।
স্থানীয়দের তথ্য অনুযায়ী জানা যায়, জমি বিরোধ নিয়ে আপন ৩ তিন ভাইয়ের মধ্যে এই সংঘর্ষ সৃষ্টি হয়েছে। ঘটনায় উভয় পক্ষের আটজন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানিয়েছে দুপুর ১২টার দিকে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়ন থেকে আটজন আহত ব্যক্তিকে নিয়ে আসা হয়। আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উভয় পক্ষের গুরুতর আহতরা হলেন মুহাম্মদ কামেম (৭৬) পিতা খুলু মিয়া, মুহাম্মদ সিরাজ (৬৭) পিতা খুলু মিয়া, মুহাম্মদ মোস্তফা (৪০) পিতা মুহাম্মদ কাসেম, মোবারক (৩০) পিতা মুহাম্মদ কাসেম, জামাল উদ্দীন (২৮) পিতা মুহাম্মদ সিরাজ, মুহাম্মদ ছাবের (৬৫) পিতা খুলু মিয়া, লোকমান (৩৫) পিতা মুহাম্মদ ছাবের, সালাহউদ্দিন (২৫) পিতা মুহাম্মদ ছাবের।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মনজুরুল হকের কাছে জানতে তিনি জানান, ঘটনাস্থলের দিকে পুলিশ রওয়ানা দিয়েছে। সন্ত্রাসী যেই হোক না কেন কাউকে ছাড় দেয়া হবে না।
টিএইচ