বর্ডার গার্ড বাংলাদেশ পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) বিশেষ টহল দলের অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় শাড়ি ও টি-শার্ট জব্দ করেছে ৪০ বিজিবি পলাশপুর জোন।
সোমবার (১৬ জুন) পলাশপুর জোন খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) অযোধ্যা বিওপির একটি বিশেষ টহল দল বিশেষ তথ্যের ভিত্তিতে পলাশপুর জোন, খেদাছড়া ব্যাটালিয়নের (৪০ বিজিবি) জোন অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনূল ইসলাম, পিএসসি নির্দেশনায় অযোধ্যা বিওপি হতে আনুমানিক ১.৫ কি.মি. উত্তর দিকে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানাধীন বেলছড়ি ইউনিয়নের নিউ অযোধ্যা রাবার বাগান নামক স্থানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকারের উন্নতমানের শাড়ি ১৮৭ পিস এবং টি-শার্ট ২৬৫ পিস আটক করে ৪০ বিজিবি পলাশপুর জোন।
পলাশপুর জোন ৪০ বিজিবি সূত্রে জানান আটক মালামালের সর্বমোট সিজার মূল্য ১৫ লাখ ৮৯ হাজার ৮০০ টাকা। বিজিবি টহলদল কর্তৃক জব্দকৃত ভারতীয় শাড়ি এবং টি-শার্ট এর সিজার পরবর্তী কাস্টমস হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
পলাশপুর জোন, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর জোন অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনূল ইসলাম, পিএসসি জানান, ভবিষ্যতেও ৪০ বিজিবি কর্তৃক এধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যেকোন ধরনের অবৈধ কাজ ও অনুপ্রবেশ প্রতিরোধে ৪০ বিজিবর সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত আছে এবং থাকবে।
টিএইচ