শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মাটিরাঙ্গায় প্রযুক্তির সম্প্রসারণ শীর্ষক সেমিনার উদ্বোধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় প্রযুক্তির সম্প্রসারণ শীর্ষক সেমিনার উদ্বোধন

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সমপ্রসারণ শীর্ষক ২ দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৯ জুন) মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ  বিসিএসআইআরের বাস্তবায়নে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সমপ্রসারণ শীর্ষক ২ দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীতে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিসিএসআইআরের উপপরিচালক (প্রশাসন), বেনজীর আহাম্মেদের উপস্থাপনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র সাইন্টিফিক অফিসার, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের  মো. সাদেকুল আজম।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. সবুজ আলী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান জিয়া, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরীসহ বিভিন্ন দপ্তর প্রধান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রযুক্তির প্রয়োগ ও সমপ্রসারণ শীর্ষক ২ দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনীতে উপজেলার  স্কুল, কলেজ, উপজেলা আইসিটি অফিস, উপজেলা কৃষি অফিস, হর্টিকালচার, উপজেলা মহিলাবিষয়ক অধিদপ্তর, মৎস্য অফিস, প্রাণিসম্পদ অফিস, এনজিও, জাতীয় মহিলা সংস্থাসহ মোট ১০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। আলোচনা সভাশেষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বিজ্ঞান ভিত্তিক কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

টিএইচ