শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মাটিরাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

সবাই মিলে প্লাস্টিক দূষণরোধ করি এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে র্যালি  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম।

এসময় মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অফিসার মো.আরিফুল মোল্লা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, মাটিরাঙ্গা উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. সেলিম রানা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা বনবিভাগের ফরেস্টার মো. তৌহিদুল ইসলাম তৌহিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

র্যালি ও আলোচনা সভা শেষে মাটিরাঙ্গা ইউএনও উপজেলা পরিষদের চত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।

টিএইচ