শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

মাটিরাঙ্গায় মা ও শিশু সহায়তা বিষয়ক কর্মশালা

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

মাটিরাঙ্গায় মা ও শিশু সহায়তা বিষয়ক কর্মশালা

যত্নে রাখি শিশু ও মা, গড়ি আগামীর সম্ভাবনা এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা দিনব্যাপী মা ও শিশু সহায়তাবিষয়ক উপজেলা কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ জুন) মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম শীর্ষক প্রকল্প এবং মহিলা বিষয়ক ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দিক নির্দেশনা প্রদান করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক এসআইএমসিবিপি ড. প্রকাশ কান্তি চৌধুরী।

মাটিরাঙ্গা উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হবের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা।

কর্মশালায় মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মিল্টন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার মো. রাশেদুল ইসলাম, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অংহ্লা মারমা, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ বিভিন্ন ইউনিয়ন এর প্রশাসনিক কর্মকর্তা ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ