প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ছুরিকাঘাতে নিহতের ঘটনায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ছাত্রদলের আয়োজন মানববন্ধন করেছে ছাত্রদল। সোমবার (২১ এপ্রিল) কলেজের মাঠ প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, প্রতিটি ক্যাম্পাসে যারা এসব খুন, অরাজকতা সৃষ্টি করছে তারা দেশের শত্রু। তারা মানুষের, দেশের ভাল চায় না। এদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবি জানাই। ভবিষ্যতে যেন কেউ এমন কাজ করার দুঃসাহস না দেখায়।
মানববন্ধনে মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদকক সিরাজুর ইসলাম খান সজীব, সিনিয়র সহ-সভাপতি মৃদুল কান্তি মন্ডল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম জিহাদ ও সাংগঠনিক সম্পাদক সাকিব খান অয়ন, দপ্তর সম্পাদ শোয়েব হোসেন শান, সহ-দপ্তর সম্পাদক মো.শাহিনুর হোসেন শাহীনসহ ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
টিএইচ