নওগাঁর মান্দা উপজেলায় নবাগত ইউএনও হিসেবে আখতার জাহান সাথী যোগদান করেছেন। মঙ্গলবার (১৫ জুলাই) বিদায়ী ইউএনও মো. শাহ আলম মিয়া নবাগত ইউএনওর কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
মান্দায় যোগদানের পূর্বে তিনি নাটোর জেলা সদরের ইউএনওর দায়িত্ব পালন করেন। তিনি ৩৫তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরিতে যোগদান করেন। তার জন্মস্থান জেলা কুমিল্লা।
উল্লেখ্য: যে মন্দা ইউএনও মো. শাহ আলম মিয়া পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক হিসেবে যোগদান করবেন।
টিএইচ