মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার পূর্বপাড়া বটতলা এলাকার গৃহবধূ মিতু আক্তারকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় এসে স্বীকারোক্তি দেয়ার ঘটনায় নিহতের স্বামী সুমন মিয়া ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে-মিরকাদিম পৌরসভার সর্বস্তরের জনগণ ব্যানারে এ মানববন্ধন হয়। এতে অংশ নেয় নিহতের পরিবারের আত্নীয়-স্বজনসহ শতাধিক এলাকাবাসী।
মানববন্ধনে নিহত মিতু আক্তারের মেয়ে মারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে- তার মায়ের হত্যার বিচার দাবি করে। সে বলে, আমার মাকে হত্যা করেছে আমার বাবা সুমন মিয়া। আমি চাই তার ফাঁসি হোক। আপনাদের কাছে ন্যায্য বিচার চাই মা হত্যার।
একাধিক মানববন্ধনকারী সুমন মিয়ার ফাঁসি চাই-স্লোগানে বিক্ষুব্ধ হয়ে উঠেন। তারা বলেন, একজন নারীকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারহীনতার সংস্কৃতি যেন আর না থাকে-এটাই আমাদের প্রত্যাশা। এ সময় উপস্থিত ছিলেন, নিহত মিতুর বাবা মো. মন্টু মিয়া, মা আকলিমা বেগম, নিহতের বড় মেয়ে মারজানা আক্তার (১২) ছোট মেয়ে মারজিয়া (৯), ও ছেলে আবিদ হোসেন (৭) প্রমুখ।
প্রসঙ্গত; গত ১৯ মে দিবাগত গভীর রাতে নিজ হাতে কুপিয়ে স্ত্রী মিতু আক্তারকে হত্যা করে থানায় উপস্থিত হন স্বামী সুমন মিয়া ওরফে শাহজাহান। এ ঘটনায় বাদী হয়ে পরদিন সদর থানায় হত্যা মামলা করেন নিহতের মা আকলিমা বেগম।
এতে সুমন মিয়াসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পরে এ ঘটনায় সর্বশেষ গত বুধবার রাতে মো. রমজান (৪৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
টিএইচ