নোয়াখালীর সেনবাগ থানায় করা একটি মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি হওয়ায় ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার নবনিযুক্ত ওসি মিজানুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড (সংযুক্ত) করা হয়েছে।
মাত্র ৭২ ঘণ্টা আগে তিনি কোতোয়ালি থানায় ওসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু তার বিরুদ্ধে মামলা সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসার পর, বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে তীব্র আলোচনার জন্ম দেয়।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে পুলিশ সদর দপ্তর দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং তাকে তাৎক্ষণিকভাবে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, মামলার অভিযোগের বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য না এলেও, ঘটনাটি পুলিশের অভ্যন্তরে একধরনের অস্বস্তির সৃষ্টি করেছে বলে জানা গেছে।
টিএইচ