শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনে ৭ জনের কারাদণ্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

যমুনায় অবৈধভাবে বালু উত্তোলনে ৭ জনের কারাদণ্ড

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার বিকেলে থেকে রাত পর্যন্ত উপজেলার সিরাজকান্দি এলাকায় আটকদের সাজা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত ৫ জনকে একমাস করে ও ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট  ও সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার সিরাজকান্দি গ্রামের বাদশা মিয়া, একই গ্রামের মো. আক্তার, মো. সুমন, দিলদার হোসেন, ওসমান ও আবুল কাশেম এবং পলশিয়া গ্রামের বেলাল হোসেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তারিকুল ইসলাম জানান, যমুনা সেনানিবাস সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছিল একটি চক্র। পরে খবর পেয়ে যৌথবাহিনীর সমন্বয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বালু উত্তোলনে জড়িত ৭ জনকে আটক করা হয়।

জব্দ করা হয় ২৮ হাজার ৮৫০ টাকা ও ৪টি ভেকু। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। আসামিদের কারাগারে পাঠানোর হয়েছে বলে জানান, ভুঞাপুর থানার ওসি এ কে এম রেজাউল করিম।

টিএইচ