রংপুর সড়কে সিএনজির রেজিস্ট্রেশন, রুটপারমিট ও সড়কে চালুর দাবিতে মহানগরীতে মাঠে নেমেছে সিএনজি শ্রমিক ও মালিকরা। বৃহস্পতিবার (২২ মে) সিএনজি মালিক ও শ্রমিক সমিতির আয়োজনে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড় সংলগ্ন সিএনজি স্ট্যান্ডে মানববন্ধনে অংশ নেন তারা।
ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে সিএনজি মালিক ও শ্রমিকরা বক্তব্যে বলেন, হঠাৎ করে সড়কে সিএনজি চলাচল বন্ধ করা হলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে পথে বসতে হবে আমাদের। ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে না পেরে বন্ধ হয়ে যাবে লেখাপড়া।
আমাদের একমাত্র আয়ের পথ এই সিএনজি। পেটের ক্ষুধা মিটে এই সিএনজি চালিয়ে। মানববন্ধনের মধ্য দিয়ে একান্ত অনুরোধ আমাদের পেটে লাথি না মেরে সিএনজির রেজিস্ট্রেশন ও সড়কে চালু করা হোক।
মানববন্ধনে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম বক্তব্যে বলেন, পেটের তাগিদে উপার্জনের একমাত্র অবলম্বন সিএনজি অবিলম্বে সড়কে চলাচল এবং রেজিস্ট্রেশন আওতায় আনার দাবি জানাচ্ছি। নাহলে কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দেন তারা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিএনজি মালিক-শ্রমিক সমিতির আতিকুল্ল্যা মুন্সি, নুর-নবী ও রিন্টুসহ অন্য নেতারা।
টিএইচ