শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় শ্বাশুড়ি গ্রেপ্তার

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে গৃহবধূ হত্যা মামলায় শ্বাশুড়ি গ্রেপ্তার

গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা মামলায় শ্বাশুড়ি ফারজিনা আক্তারকে রাজশাহী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত সোমবার দিবাগত রাতে রাজশাহী নগরীর শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে র্যাব-৫ এর সিপিএসসি দলের সদস্যরা তাকে আটক করে।

গ্রেপ্তার ফারজিনা নীলফামারীর ডোমার উপজেলার ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার খয়রুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার (১৫ জুলাই) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত মে মাসে পারিবারিক কলহের জেরে ফারজিনা আক্তারের বাড়িতেই ছুরিকাঘাতে খুন হন তার পুত্রবধূ।

এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে ফারজিনা আক্তার, তার ছেলে ফারুক হোসেনসহ পরিবারের কয়েকজনকে আসামি করে ডোমার থানায় হত্যা মামলা করেন। এই মামলায় ফারজিনা ২ নম্বর আসামি।  

টিএইচ