শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

রাজারহাটে আদালতের আদেশ অমান্য করায় গ্রেপ্তার তিন

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি 

রাজারহাটে আদালতের আদেশ অমান্য করায় গ্রেপ্তার তিন

রাজারহাটে একটি মামলায় আদালতের বিচারিক আদেশ অমান্য করায় তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন কুড়িগ্রামের বিজ্ঞ আদালত।

গত শুক্রবার দিবাগত রাত আড়াইটায় রাজারহাট ইউনিয়নস্থ শান্তিনগর গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ রানু (৪৬)  শামীম (২৫) ও জাহানারাকে (৪৪) নিজ বাড়ি থেকে রাজারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।

রাজারহাট থানা অফিসার ইনচার্জ মো. তসলিম উদ্দিন বলেন, শনিবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম বিজ্ঞ আদালত গত ১৮ জুন বিবাদীদের দোষী সাব্যস্ত করে ১০৭/১১৭ ধারায় দুই হাজার টাকার বন্ডে মুচলেকা দেয়ার রায় প্রদান করেছেন নির্বাহী বিচারক প্রিতম।

পরবর্তীতে আদালতের আদেশ অমান্য করায় বিজ্ঞ আদালত বিবাদীদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে রাজারহাট থানা পুলিশ গ্রেপ্তার করে।

টিএইচ