পুর্নবাসনের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন করছেন বেড়িবাঁধের পাশে বসবাসরত বাসিন্দারা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন ভূমিহীন অসংখ্য নারী-পুরুষ।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারিভাবে সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়নের (৯ নম্বর ওয়ার্ড) অবস্থিত বেড়িবাঁধটির সংস্কার কাজ চলছে। যার ফলে বেড়িবাঁধের দুইপাশে হাজার-হাজার নদী ভাঙন বাসিন্দারা এখন দিশেহারা হয়ে পড়ছেন। সংস্কারের কারণে অনেক বসতিকে বেড়িবাঁধের পাশ থেকে সরে যেতে বলছে প্রশাসন।
তাই তারা পুর্নবাসনের পাশাপাশি ক্ষতিপূরণের দাবি জানিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনের শেষে স্থানীয় নারী ইউপি সদস্য নয়ন জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দেন।
টিএইচ