শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

লামায় রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

লামা (বান্দরবান) প্রতিনিধি

লামায় রিসোর্ট থেকে পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের লামা উপজেলার মিরিঞ্জা ভ্যালিতে অবস্থিত ডেঞ্জার হিল রিসোর্টের একটি কটেজে গলায় ফাঁস দেয়া অবস্থায় আনোয়ার হোসেন নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

লামা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, রিসোর্ট কর্তৃপক্ষের ফোন পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। কটেজের দরজা বন্ধ থাকায় ভেঙে ভিতরে প্রবেশ করি এবং টয়লেটের দরজার উপরের রেলিং থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করি। লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

নিহতের পকেটে পাওয়া জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তিনি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা এলাকার বাসিন্দা। নিহত আনোয়ার হোসেনের বাবার নাম আবু তাহের এবং মাতার নাম আমেনা বেগম।

রিসোর্টের কর্মচারীরা জানান, আনোয়ার হোসেন গত ২১ জুলাই রিসোর্টে উঠেন। বুধবার (২৩ জুলাই) কর্মচারীরা নাশতা দিতে গিয়ে কটেজের দরজা বন্ধ পান। পরে পাশের কটেজের ফাঁক দিয়ে উঁকি দিয়ে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

এরপর বিষয়টি রিসোর্ট কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। পুলিশ বলছে, এটি আত্মহত্যা কি না তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। তবে ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে রহস্য ও উদ্বেগ তৈরি হয়েছে।