শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশ ইন করল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে আরও ২০ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে ১০ জন শিশু, ৭ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছেন।

বুধবার ভোর পৌনে ৫টার দিকে দুর্যোগপূর্ণ প্রতিকূল আবহাওয়ার মধ্যেই মাসুদপুর বিওপির সীমান্ত পিলার ৪/৫-১এস এর নিকট দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবি তাদের আটক করে।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এদের বাড়ি কুড়িগ্রাম জেলায়। প্রায় ১০ বছর আগে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং হরিয়ানা রাজ্যের একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করছিলেন। কিছুদিন আগে ভারতীয় পুলিশ তাদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। এরপর বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের নাগরিকত্ব যাচাইয়ের কাজ চলমান রয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২ দফায়—গত ২৮ মে রাতে গোমস্তাপুর সীমান্ত দিয়ে ১৭ জনকে এবং ৩ জুন ভোরে ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আরও ৮ জনকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ।

টিএইচ