কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে ইউএনও রফিকুল ইসলামের সভাপতিত্বে বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী, হুইল চেয়ার, বাইসাইকেল ও চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও কুষ্টিয়া বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমান।
তিনি বলেন, লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানদের সামাজিক ও পারিবারিক সুশাসনের খুবই প্রয়োজন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে ৪শ পিচ স্কুলব্যাগ, ১৫টি বাইসাইকেল, প্রতিবন্ধীদের মধ্যে ১৩টি হুইল চেয়ার, ব্যাডমিন্টন সেট, ক্রিকেট সেট, ভলিবল, বাস্কেট বল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়ন কর্মকর্তা অফিস হতে উপজেলা প্রশাসনের মাধ্যমে ৯১ বান্ডিল ঢেউটিন, পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় গাভী পালন প্রকল্পের তিনজনকে দেড় লাখ টাকা চেক, সমাজসেবা অফিস কর্তৃক ক্ষুদ্র ঋণ হিসেবে ৫৫ জনকে ১৭ লাখ টাকা চেক বিতরণ করেন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন, ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন প্রমুখ।
টিএইচ