শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

সন্দ্বীপে মৎস্য আহরণ থেকে বিরত থাকতে টাস্কফোর্স কমিটির সভা

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

সন্দ্বীপে মৎস্য আহরণ থেকে  বিরত থাকতে টাস্কফোর্স কমিটির সভা

মাছ ধরার নৌযান ঘাটে রাখি, মাছের উৎপাদন বৃদ্ধি করি, এ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্ত মা ইলিশ সংরক্ষণে গণসচেতনামূলক নানামুখী কার্যক্রম পরিচালনা করছেন।

এতে সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজম্মন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের লক্ষে ৫৮ এ সব কার্যক্রমের মাধ্যমে ১৫ এপ্রিল থেকে  থেকে ১১ জুন  পর্যন্ত ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ” কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে জনগণ ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদও বাজারজাতকরণ কার্যক্রম থেকে বিরত থাকেন তার জন্য এ প্রচেষ্টা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে সন্দ্বীপ ইউএনও ও টাস্কফোর্স কমিটির সভাপতি রিগ্যান চাকমার সভাপতিত্বে টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সন্দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিকুল্লাহ সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার মো. মারুফ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম, বাংলাদেশ কোস্ট গার্ডের সন্দ্বীপের কন্টিনজেন্ট কমান্ডার এ এস এম এহসান হাবিব, বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক ও জেলে প্রতিনিধিরা। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জনসচেতনতামূলক মাইকিং, লিফলেট বিতরণ, পোস্টারিং, ব্যানার স্থাপন, বরফকল বন্ধসহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

টিএইচ