শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
The Daily Post

সরাইলে টিসিবির পণ্য বিক্রি করায় কারাদণ্ড

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সরাইলে টিসিবির পণ্য বিক্রি করায় কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুণ্টা বাজারে গত বুধবার রাতে অভিযান পরিচালনা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন।

চুন্টা বাজারের জয়দুর্গা ভাণ্ডার নামক  দোকানে অবৈধ টিসিবির তেল বিক্রি করার অপরাধে দোকানদার পলাশ পালকে ৩৭ বোতল টিসিবির সয়াবিন তেলসহ আটক করে। পলাশ পালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন জানান, এ অভিযান চলমান থাকবে, সংশ্লিষ্ট টিসিবি ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা ও লাইসেন্স বাতিলের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে।

টিএইচ