গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম।
এতে বক্তব্যে রাখেন, থানার ওসি তাজ উদ্দিন খন্দকার, শিক্ষা অফিসার সম্ভু চরণ দাস, মহিলা বিষয় কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আকন্দ, নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, বনগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা, ধাপেরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন, ইদিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহমান ও সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. শহিদুল হক প্রমুখ।
এছাড়া সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় বক্তারা উপজেলার মাদক, জুয়া, বাল্যবিয়ে, আত্মহত্যা, ডুবে মৃত্যু, সচেতনতা সৃষ্টিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অধিকতর গুরুত্বারোপ করে বিশদ আলোচনা করেন।
টিএইচ