শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেপ্তার

ছাত্র হত্যা মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৌহিদুল ইসলাম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) ভোরে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের বেতকান্দি নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ফিরোজ পঞ্চক্রোশী ইউনিয়ন আ.লীগের সভাপতি ও দুই দফায় পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

উল্লাপাড়া মডেল থানার ওসি রাকিবুল হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জাহাঙ্গীর হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।