শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সিলেট সীমান্তে ২১ জনকে পুশইন করল বিএসএফ

সিলেট ব্যুরো

সিলেট সীমান্তে ২১ জনকে পুশইন করল বিএসএফ

সিলেটের বিয়ানীবাজার উপজেলার সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৯ মে) সকালে উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগ্রাম সীমান্ত থেকে তাদের আটক করে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, নওয়াগ্রাম সীমান্ত এলাকায় আজ ভোরে অভিযান চালান ৫২ বিজিবির নওয়াগ্রাম বিওপি সদস্যরা। এ সময় ভারত থেকে পাঠানো ২১ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ৮ শিশু, ৫ জন পুরুষ ও ৮ জন নারী। আটক ব্যক্তিদের অস্থায়ীভাবে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। পরবর্তীতে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন বিয়ানীবাজারের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পিপিএম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, তারা বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। এসব ব্যক্তিদের মধ্যে নড়াইল ও টুঙ্গিপাড়ার বাসিন্দা আছেন।

তারা ভারতে দিনমজুরের কাজ করতেন। সেখানকার পুলিশ তাদের আটক করে। পরে তাদের বিভিন্নভাবে সিলেটের সীমান্ত এলাকা দিয়ে ঠেলে পাঠানো হয়েছে।

আটকৃতরা হলেন— কেরামত শেখ (৬০), রমেছা বেগম (৫৫), বিষ্টুপুরের কুলছুম শেখ (২০), ওমর শেখ (২ মাস), নড়াগেতির জহুরা বেগম (৬০), সোহাগী বেগম (৩২), সিদ্দিক শিকদার (১৮), সুমাইয়া বেগম (১১), রাফি শিকদার (৯), হাসান শিকদার (৩), কালিয়া উপজেলার জুয়েল শাহানুর শেখ (২৮), মরিয়ম খাতুন(২৫),আমেনা খাতুন (৮),আনার শেখ (২ মাস), তাছলিমা বেগম (৩৫), ইয়ামিন (১৭), ইয়াসিন (৫), ইয়াকুব (৪), রোকসানা (৩৫), গোপালগঞ্জের আজগর আলী (৪০) ও ইতি বেগম (৩৬)।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফ উজ্জামান বলেন, ২১ জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

টিএইচ