শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সিলেটে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য আটক

সিলেট ব্যুরো

সিলেটে বিজিবির অভিযানে ভারতীয় পণ্য আটক

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত একাধিক অভিযানে প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা মূল্যের চোরাচালানি পণ্য আটক করা হয়েছে।

রোববার (২০ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, সোনালীচেলা, শ্রীপুর, সংগ্রাম এবং বিছনাকান্দি বিওপি এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির বিভিন্ন টহল দল।

এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, আইবল ক্যান্ডি, কম্বল, চকলেট, সনপাপড়ি, সুপারি, চিনি, ফেনসিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহূত একাধিক নৌকা জব্দ করা হয়।

এছাড়াও, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় লামাশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় স্কিন ব্রাইট ক্রিম, মাই ফেয়ার ক্রিম, জিলেট ব্লেড এবং চা-পাতা আটক করে।

সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিজিবির উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অন্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে।

এরই অংশ হিসেবে এই বিপুল চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৫ লাখ টাকা। এসব মালামালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজিবি সূত্রে জানানো হয়।

টিএইচ