শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

সুনামগঞ্জ সীমান্তে দুজন মানব পাচারকারীসহ ছয়জন আটক

আবু হানিফ, সুনামগঞ্জ

সুনামগঞ্জ সীমান্তে দুজন মানব পাচারকারীসহ ছয়জন আটক

সুনামগঞ্জ সীমান্তে চারজন পাচারকৃত ব্যক্তি ও দুজন মানব পাচারকারীসহ ছয়জনকে আটক করেছে বিজিবি। বুধবার (২ জুলাই) বাগানবাড়ি বিওপি টহল দল অভিযান চালিয়ে ইদুকোনা এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির।

তিনি জানান, এলাকাবাসীর দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমন হোসেন ও আবুল হোসেন নামে দুজন মানবপাচারকারীসহ চারজন পাচার হওয়া বাংলাদেশিকে আটক করা হয়েছে।

আটক মানব পাচারকারীরা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে  ভারতীয় দালালের নিকট মানবপাচার করে। পাচার হওয়া ব্যক্তিদের ভারতে আত্মীয় স্বজন রয়েছে এবং তারা প্রায় সময় কাজের উদ্দেশ্যে অবৈধভাবে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে আসা-যাওয়া করে।

এদিকে আটক বাংলাদেশি নাগরিকদের দোয়ারাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়ে ওই এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।

টিএইচ