নোয়াখালীর সুবর্ণচরে জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং নোয়াখালী-৪ সংসদীয় আসন কমিটির আয়োজনে সুবর্ণচরে জামায়াতে ইসলামীর সব প্রধান এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) উপজেলার একটি মিলনায়তনে উপজেলার ৭২টি ওয়ার্ডের বাছাইকৃত ৭২ জন প্রধান এজেন্টদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা জামায়াতের আমির, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী-৪ (সদর, সুবর্ণচর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইসহাক খন্দকার।
সুবর্ণচর উপজেলা জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে এসময় জেলা জামায়াত নেতা শেখ শাহাবুদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি জামান উল্যাহ মুকুল, সহকারী সেক্রেটারি ওমর ফারুকসহ আরও অনেকে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন।
এসময় বক্তারা প্রধান এজেন্টসহ সব এজেন্টের নির্বাচনের সময় করণীয় নিয়ে নানা দিকনির্দেশনা প্রদান করেন এবং একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইসলামি মূল্যবোধকে ক্ষমতায় আনার জন্য কাজ করার আহ্বান জানান।
টিএইচ