শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
The Daily Post

হিলিতে চাল-ডাল ও ধান জব্দ, মালিক ও ম্যানেজারের নামে মামলা

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি

হিলিতে চাল-ডাল ও ধান জব্দ, মালিক ও ম্যানেজারের নামে মামলা

ভারত থেকে আমদানিকৃত চাল, ডাল ও দেশি ধান মজুত করার অপরাধে দিনাজপুরের হিলি বন্দরের মেসার্স মাইক্রো গ্রিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও প্রতিষ্ঠানটির ম্যানেজারের বিরুদ্ধে মামলা করেছে উপজেলা খাদ্য বিভাগ। অভিযানে জব্দ করা হয়েছে গুদাম থেকে ৫ কোটি ৩৩ লাখ টাকার চাল-ডাল ও ধান।

গত শুক্রবার রাতে হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ বাদী হয়ে খাদ্যশস্য অবৈধভাবে মজুদের অভিযোগে তাদের বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা করেন।

মামলার আসামিরা হলেন, হিলি স্থলবন্দরের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স মাইক্রো গ্রিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবদুল হাকিম মণ্ডল ও প্রতিষ্ঠানটির ম্যানেজার হুমায়ুন কবির। আব্দুল হাকিম মণ্ডল জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর মহল্লার বাসিন্দা এবং ম্যানেজার হুমায়ুন কবির হাকিমপুর পৌর সভার উত্তর বাসুদেবপুর মহল্লার বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার হাকিমপুর (হিলি) উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ গোপন সংবাদে জানতে পারে য়ে বন্দরের হাকিম মণ্ডলের তিনটি গুদামে অবৈধ ধান ও চাল মজুত রয়েছে এমন সংবাদের সত্যতা প্রমাণ করতে ইউএনও অমিত রায়ের নেতৃত্বে গুদাম কর্মকর্তা ও পুলিশ সদস্য নিয়ে প্রায় দুই ঘণ্টা ব্যাপী অভিযান চালায়।

এসময় গুদামে মেয়াদোত্তীর্ণ ভারত থেকে আমদানিকৃত ৫ হাজার ২৫৮ বস্তায় ১৪৯.৭৭৬ টন সেদ্ধ চাল, ৬৭০টি বস্তায় ৩২.৮৩০ টন মসুর ডাল এবং ১৮ হাজার ১৯৪টি বস্তায় ১১৫৫.৭৭৯ টন ধান জব্দ করা হয়। যার মূল্য প্রায় ৫ কোটি ৩৩ লাখ ৭ হাজার ২৪৮ টাকা টাকা।

এ ব্যাপারে খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্যক্রম প্রতিরোধ) আইনে হাকিমপুর থানায় মামলা করেন এই খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা। হাকিমপুর থানার মামলা নং ২৫।

হাকিমপুর থানার ওসি নাজমুল হক বলেন, গুদামে অবৈধভাবে চাল-ডাল ও ধান মজুত করার অপরাধে প্রতিষ্ঠানের মালিক ও ম্যানেজারের নামে থানায় লিখিত অভিযোগ নিয়ে আসে। পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে মামলা রুজু করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ। আসামিদের গ্রেপ্তারসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

টিএইচ